ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চৌহালীতে কলেজ ক্যাম্পাস দখল করায় বিএনপি নেতার কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ৫ এপ্রিল ২০২৩

সরকারী বিধিনিষেধ অমান্য করে কলেজ ক্যাম্পাসে বাড়ি নির্মান করে বসবাস করায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সহ সভাপতি আনিস শিকদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
  
বুধবার (৫ এপ্রিল) সজালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। আনিস উপজেলার চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, বিএনপি নেতা আনিস শিকদার চৌবাড়ীয়া শিকদারপাড়া টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের ভেতরে বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এতে চরমভাবে বিঘ্নিত হচ্ছিল শিক্ষার পরিবেশ। এর আগে তার বাড়িটি সরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নোটিশ করেছিলেন। নোটিশের পরও নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না সরানোয় মঙ্গলবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আনিস শিকদারকে আটক করে। পরদিন সকালে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি